প্রতিবারের ন্যায় এবারও দুঃস্থ রোজাদার ব্যক্তিদের নিয়ে ইফতারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অরুণোদয়ের তরুণ দলের’। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে প্রায় শ’খানেক দুঃস্থ রোজাদারকে নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কমিশনার তারেকুজ্জামান রাজিব, চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম থেকে জনাব আজগর আলি, বিদেশি সংস্তা জাইকার একটি প্রতিনিধিদল, আতিক রহমান , সামিউল হাসান সজিব প্রমুখ।
ইফতার মাহফিলের মূল পরিচালনায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম বাবু ও সহকারি পরিচালনায় ছিলেন মোয়াজ্জেম হোসেন, মোহাম্মাদ হোসেন, বরাত, মিরাজ, জুয়েল সহ আরো অনেকেই। প্রোগ্রামের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন রাইজিং নিউজ ২৪ ডটকম।
ইফতার মাহফিলের এই আয়োজনের জন্য ‘অরুণোদয়ের তরুণ দলের’ সকল সদস্যকে ধন্যবাদ জানান তারেকুজ্জামান রাজিব ও রাইজিং নিউজ ২৪ ডট কমের প্রতিষ্ঠাতা জনাব মোমিন এবং ভবিষ্যতে ‘অরুণোদয়ের তরুণ দলের’ যে কোন কাজে সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।