চ্যানেল আই এর ঈদের বিশেষ অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ এবারই প্রথম ধারণ করা হলো দেশের বাইরে পূর্ব আফ্রিকার নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ উগান্ডায়। উগান্ডার কৃষাণ-কৃষানীরা অংশ নিয়েছেন কয়েকটি মজার প্রতিযোগিতায়।
কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ চলমান বিশ্ব বাস্তবতায় কৃষি ও পুষ্টির বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে উগান্ডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এম বারারা জেলার কাবোহে নামক এলাকার একটি মাঠে আয়োজন করা হয় অনুষ্ঠানটি।
বর্ণাঢ্য আয়োজনের আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধি ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষককে উৎসাহিত করতে ‘কৃষকের ঈদ আনন্দ’এর মতো আয়োজন সত্যিই অনবদ্য বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। কৃষি আবাদি এলাকাগুলোতে এ ধরণের আয়োজন বিশেষ বিশেষ দিনে চালু করার ইচ্ছা প্রকাশ করেন তারা।
এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানে দেখানো হবে উগান্ডার বিভিন্ন এলাকার বিচিত্র ও চিত্তাকর্ষক তথ্যচিত্র, ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদুল আযহার দ্বিতীয় দিন বিকেল সাড়ে চারটায়।