বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবলের কোনো বিকল্প নেই। আর এই দক্ষ জনবল তৈরিতে প্রথাগত শিক্ষাই যথেষ্ঠ নয়! প্রয়োজন হাতে কলমে তথ্যপ্রযুক্তি দক্ষতা। আর এই তথ্যপ্রযুক্তিতে রয়েছে নানা বিষয়।
সফটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিটেক ইনফরমেশন টেকনোলজি ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস)-এর সহযোগিতায় শতাধিক শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে তিন দিনব্যাপী ‘ক্যারিয়ার অপরচুনিটি অন আইসিএসটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এ সেমিনারের সমাপনী অনুষ্ঠানে সেরা দশ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। ইউআইটিএস-এর সিএসসি ও আইটি বিভাগের প্রধান রায়হান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক নুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিটেকের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন সাহেদ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আইসিটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন ম্যানেজার (অপারেশন) ইঞ্জিনিয়ার আলাউদ্দিন রানা, ম্যানেজার (বিপণন) সিফাত শাহরিয়ার, আইটি প্রধান রিয়াজুল ইসলাম মুরাদ প্রমুখ।