অনলাইন ভিত্তিক চাকরি খোজার র্শীষ ওয়েবসাইট বিডিজবস বাংলাদেশের র্শীষ আটটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করেছে ক্যারিয়ার উৎসব। ৯ ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে এই জাকজমক ক্যারিয়ার উৎসব। বাকি আয়োজনগুলো হবে আগামী চার মাসব্যাপী।
চাকরির অফার নিয়ে ক্যারিয়ার উৎসবে অংশ নিচ্ছে এদেশের স্বনামধন্য ৫০টি প্রতিষ্ঠান। উৎসবের প্রথমদিনে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রকাশিত পদের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করে। দ্বিতীয় দিন যোগ্য প্রার্থীদেরকে সরাসরি সাক্ষাৎকার নিয়ে থাকে।
যে বিশ্ববিদ্যালয়গুলোতে উৎসব হবে তার সময়সূচি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ ডিসেম্বর। মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে ১৩ ও ১৪ জানুয়ারি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ২৭ ও ২৮ জানুয়ারি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০ ও ১১ ফেব্রুয়ারী, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৪ ও ২৫ ফেব্রুয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ৯ ও ১০ মার্চ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ ও ২৪ মার্চ।